আব্রাম খান জয়ের জন্মদিন পালন করলেন অপু বিশ্বাস IIApu Biswas celebrated Abram Khan Joy's birthday

একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উপলক্ষে আজ বুধবার দুপুরে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করবেন দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ বেলা দুইটা নাগাদ শাকিবের আত্মীয় মনির রাজধানীর নিকেতনে অপুর বাসায় যান।
এদিকে অপু বিশ্বাস জানান, তিনি এখন সাজগোজ নিয়ে ব্যস্ত আছেন। একটু পর শাকিবের বাসায় যাবেন। সেখানে ছেলে আব্রাম আর শাশুড়িকে তৈরি করে সন্ধ্যার অনুষ্ঠানে নিয়ে যাবেন।
অপু আগেই জানিয়েছেন, আব্রামের জন্মদিন উপলক্ষে আজ গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে তিনি কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন। তবে আজ দুপুরেও জানা গেছে, এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না শাকিব খান।

মন্তব্যসমূহ